রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান বাবু (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সে উপজেলার রামপাল সদর ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের সালাম মোড়ল’র পুত্র।
২৪ জুন শনিবার রাত সাড়ে ৯ টার দিকে সাব-ইন্সফেক্টর শ্রীবাস কুন্ডু সঙ্গীয় ফোর্সসহ ঝনঝনিয়া এলাকার কল্লোল এর বাড়ির সামনে মোস্তাফিজের দেহ তল্লাশী করে। দেহ তল্লাশী করলে তার কাছে ০৫ (পাঁচ) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট ও ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম’র কাছে জানতে চাইলে তিনি বলেন, মোস্তাফিজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গত রাতে তাকে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল, বাগেরহাট।
তাং-২৫/০৬/২০২৩
মোবাঃ 01992090074