রাউজান প্রতিনিধি;
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাউজান পৌরসভাকে পরিস্কার পরিচ্ছন রাখতে নতুন করে বিভিন্ন স্পটে বসানো হয়েছে পরিবেশ বান্ধব ডাষ্টবিন। পৌর এলাকার কোরবানীর পশু জবাই করার পর পশুর বর্জ্য নিদিষ্ট স্থানে ফেলতে উন্নত ও পরিবেশ বান্ধব ডাষ্টবিন স্থাপনের উদ্যোগ নেন রাউজান পৌরসভা কর্তৃপক্ষ। কোরবানির দিন এসব বর্জ্য পৌরসভার গার্ভেজ ট্রাকে করে পরিচ্ছন্ন কর্মীরা ফেলে দেওয়ার উদ্যোগও নেয়া হয়েছে। গতকাল ২৮ জুন বুধবার বিকালে পৌর এলাকার জানালী হাট সংলগ্ন চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের পাশে ষ্টীলের তৈয়ারী বড় সাইজের ডাষ্টবিন বসানোর কার্যক্রমের উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময়ে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সৈয়দ মোঃ সাহেদ আলী সুমন, সমাজ সেবক আবদুল মোনাফ সওদাগর, গিয়াস উদ্দিন, মিন্টু চৌধুরী, জাফর কোম্পানী, আবদুর রব চৌধুরী, ইসাহাক পাপ্পু, হাফেজ হেলাল, আবদুর সবুর প্রমূখ। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজান পৌরসভা এলাকাকে পরিস্কার পরিচ্ছনতা নগরী করা হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহা সড়কের দু’পাশে নতুন করে আরো ৬০টি স্পটে বড় সাইজের ষ্টীল দিয়ে তৈয়ারী পরিবেশ বান্ধব ডাষ্টবিন বসানো হচ্ছে। সর্তার ঘাট হালদা সেতু থেকে রাউজান রাবার বাগান পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার সড়ক পথের বিভিন্ন স্পটে ময়লা আর্বজনা ফেলানোর জন্য ডাষ্টবিন বসানো এই উদ্যোগ নেওয়া হয়েছে।