নওগাঁ জেলা প্রতিনিধি: বিভিন্ন মোবাইল নাম্বারে সাংবাদিক অন্তর আহমেদের ছবি হোয়াটসঅ্যাপে ব্যবহার করে প্রতারনার অভিযোগ।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (০৩ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার সময় সাংবাদিক অন্তর আহমেদের পূর্ব পরিচিত মোঃ মিথুন হোসেন অন্তর আহমেদের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭৭১০৮৮৮০৮ তে তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৩১৬০২৪২৩৪ থেকে ফোন করে বলে যে, তোমার বিকাশ না-কি নগদে টাকা পাঠাবো। অন্তর আহমেদ অবাক হয়ে তাকে কারণ জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে, হোয়াটসপ নম্বর ০১৭৯১৬৫৭৪৮২, ০১৯৭২-১৮২৩৮ থেকে মিথুনের নাম্বারে কল করে অন্তর আহমেদের পরিচয় দিয়া তাকে বিকাশ বা নগদের মাধ্যমে ২০০০/- টাকা পাঠাতে বলে পরোক্ষণে তিনি উক্ত নম্বর গুলি যাচাই বাছাই করে দেখেন উক্ত নম্বর গুলিতে অন্তর আহমেদের ফেইসবুক আইডিতে থাকা ছবি ব্যবহার করে দুইটি হোয়াটসপ আইডি খুলে প্রতারণা করছেন।
অন্তর আহমেদ বলেন, আমি ডেইলি মর্নিং অবজারভার ও দৈনিক চিত্র নামক পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আসিতেছি। আমি একটি ফেইসবুক আইডি ব্যবহার করি, যার ইউজার আইডি MEHEDI HASAN । সন্ধ্যায় বাঙ্গাবাড়ীয়া মৌজাস্থ বিপি শপিং মলে বসে ছিলাম। সেই সময় আমার মোবাইলে পরিচিত বিভিন্ন জন ফোন দিয়ে টাকা পাঠানোর কথা বলে আমি আরো খোজ খবর করে দেখি যে, উক্ত নম্বর থেকে আমার পরিচিত অনেকের নিকট ফোন করে তাদের কাছে টাকা পয়সা দাবি করতেছে। এই বিষয়ে আমি জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়সাল বিন আহসান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।