কৃষক সাজ্জাদের ছয়’শ কলাগাছে ঝুলছে কলার ছড়া

 

শাহাদাত হোসেন, রাউজান চট্টগ্রাম:
রাউজানে সাগর কলা বাগান করে স্বাবলম্বী বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের ছেলে কৃষক সাজ্জাদ হোসেন।কম খরচে ভালো ফলন ও লাভজনক হওয়ায় ডাবুয়া খালের চর রোয়াইঙ্গা বিল এলাকায় আড়াই একর জমিতে কলা চাষের বাগান গড়ে তিনি।সরেজমিনে দেখা গেছে, আড়াই একর জমিতে রোপন করা প্রায় ছয়শত সাগর কলাগাছে ঝুলছে কলার ছড়া। কৃষক সাজ্জাদ হোসেন জানান, দেড় লাখ টাকা খরচ করে আড়াই একর জমিতে ৬শ কলার চারা রোপণ করেছি।চারা রোপণের কয়েক মাস পর প্রতিটি কলা গাছে ফলন এসেছে।এখন সব গাছে ঝুলছে কলার ছড়া। এ বাগান থেকে প্রায় ৩লাখ টাকার কলার ছড়া বিক্রি করতে পারবো বলে আশা করছি। আমার এই সফলতা দেখেই কলা চাষে ঝুঁকছে অন্য কৃষকরাও। জানা যায়, সাগর কলার চারা একবার রোপণ করলে পুনরায় তা আর রোপণ করতে হয় না।গাছের কলার ছড়া ও গাছ কেটে ফেলার পর ওই গাছের গোড়া থেকে নতুন চারা জন্মায়। বর্তমানে বড় সাগর কলার ছড়া ৪০০-৫০০ টাকা,মাঝারি কলার ছড়া ২৫০ থেকে ৩০০ টাকা বিক্রি হয়।পাইকারী ব্যবসায়ীরা বাগানে এসে কলার ছড়া কিনে নিয়ে যায়।রাউজান উপজেলা কৃষি অফিসের সূত্র মতে, এই উপজেলায় ১১০ হেক্টর জমিতে কলা চাষ করেছেন কৃষকেরা।এরমধ্যে হলদিয়া- ডাবুয়া ইউনিয়নে ৩৫ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে।এছাড়া চিকদাইর, নোয়াজিষপুর,সর্তা খালের চর, হালদা নদীর চর ও রাউজান পৌর এলাকায় সাগর কলা চাষ হয়েছে বেশি।
স্বল্প খরচে কলা চাষ লাভজনক হওয়ায় চাষিরা কলা চাষে করেছে। এখন রাউজানের সাগর কলা রাউজানসহ চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গা পাইকারী ব্যবসায়ীরা ট্রাক ভর্তি করে কিনে নিয়ে যাচ্ছেন। কলা চাষে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৫:৫৮)
  • ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১