হাইমচরে আইনগত সহায়তা কার্যক্রম বিস্তারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ হোসেন গাজী।।

“বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” স্লোগানে হাইমচর উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আইনগত সহায়তা কার্যক্রম বিস্তারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৫ জুলাই) বিকেলে হাইমচর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান জেলা লিগ্যাল এইড কমিটি মোঃ মহসিনুল হক। এসময় তিনি বলেন…মানুষ যদি কর্মসংস্থান যোগাতে পারে এবং আয় বৃদ্ধি পায় তাহলে মানুষ মামলা মোকদ্দমা থেকে সরে যাবে। লিগ্যাল এইডে দরিদ্র ও অসহায় মানুষের আইনগত সহায়তার পাশাপাশি ধনী ব্যাক্তিও লিগাল এইড অফিস থেকে আইনগত পরামর্শ নিতে পারবেন।

হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী সভাপতিত্বে ও জেলা লিগাল এইড কমিটির সদস্য সচিব ও সিনিয়র সহকারী জজ মোঃ সাকিব হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ শাহেদুল করিম, যুগ্ন জেলা ও দায়রা জজ অরুণ পাল, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোঃ মৌসা, চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাত, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ জেড এম রফিকুল হাসান রিফন, জেলা দায়রা জজ আদালতের পিপি রণজিৎ রায় চৌধুরী, জেলা লিগাল এইড কমিটির সদস্য সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক রজত শুভ্র সরকার, উপজেলা ভুমি কর্মকর্তা আবদুল্লাহ,
আল ফয়সালা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচও ডাঃ মুহাঃ বেলায়েত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম সিকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, উত্তর আলগী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ার, নীলকমল ইউপি চেয়ারম্যান সাউদ আল নাসের, চরভৈরবী ইউপি চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার, বাজাপ্তী রমনি মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান, চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান বাবুল মাষ্টার, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সহ অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশিল সমাজ সহ অইন শৃঙ্খলা বাহিনি ও বিভিন্ন সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ১১:৪৭)
  • ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১