রাউজানে মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের লাগানো ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

রাউজান প্রতিনিধি:

রাউজানে সরকারি খাঁস টিলাভূমিতে মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের লাগানো ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে।এ ঘটানাটি ঘটেছে বুধবার উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুরংগা এলাকার প্রতিবেশি ও আওয়ামীলীগ নেতা টিপন বড়ুয়া ও তার ভাতিজি সুজাতা বড়ুয়ার বিরুদ্ধে। বুধবার সকালে পরিদর্শনে দেখা গেছে, প্রয়াত মুক্তিযোদ্ধা ফনিন্দ্র লাল বড়ুয়ার পরিবারের লাগানো ৫০টি ফলজ গাছ কেটে ফেলে রেখেছে।জানা গেছে, এক একর ৭০ শতক সরকারি খাস টিলাভুমিতে প্রয়াত মুক্তিযোদ্ধা ফনিন্দ্র লাল বড়ুয়া তার ভাই মধু বড়ুয়ার পরিবার এই বাগান গড়ে। এ বাগানের রোপন করা আম, জাম, কাঁঠাল গাছ জোরপূর্বক কেটে ফেলেন তার প্রতিবেশী টিপন বড়ুয়া ও তার ভাতিজি সুজাতা বড়ুয়া। এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা ফনিন্দ্র লাল বড়ুয়ার সন্তান সন্তোষ বড়ুয়া ভাই মধু বড়ুয়া বলেন, আমাদের ৫০টি আম গাছ, কাঠাল গাছ সুজাতা বড়ুয়া ও টিপন বড়ুয়া লোকজন দিয়ে কেটে ফেলে। আমি ও আমার পরিবারের সদস্যরা বাধা দিলে আমাদেরকে হুমকি দেয় তাঁরা। তাঁরা জোরপূর্বক গাছগুলা কেটে ডাবুয়ার হাসান খীল এলাকার আবদুল মাবুদের কাছে বিক্রি করে দেন। এ ব্যাপারে প্রয়াত টিপন বড়ুয়াকে ফোন করে জানতে চাইলে তিনি বলেন আমাদের টিলায় রোপন করা ফলজ গাছ আমরা কাটছি। এ ব্যাপারে ডাবুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আসাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন গাছ কাটার বিষয়ে কিছুই জানেনা।এ ব্যাপারে রাউজান চিকদাইর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আবদুল কাদেরকে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়ে আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ১০:০৫)
  • ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০