জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় পবিত্র ঈদুল আযহা পরবর্তী সময়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ১২ বাস ও সিএনজি চালককে ১৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
৮ জুলাই শনিবার দুপুরে শেরপুর-ঢাকা আঞ্চলিক সড়কের গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা বাইপাস এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই অর্থদন্ড করা হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন।
ইউএনও সাদিয়া উম্মুল বানিন জানান ঈদ পরবর্তী সময়ে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ১২ বাস ও সিএনজি চালককে মোট ১৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়। তাছাড়া ভবিষ্যতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে চালকদের সতর্ক করা হয়।
ওই সময় নকলা থানা পুলিশ ও নকলা-নালিতাবাড়ি ট্রাফিক জোনের সদস্যগণ উপস্থিত ছিলেন।