নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ আত্রাই থানার ৬ নং মুনিয়ারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্যর নিকট দাবিকৃত ১ লক্ষ টাকা চাঁদা না পেয়ে মিথ্যা বানোট সংবাদ প্রচার করায় কথিত সাংবাদি আলমগীর হোসেনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার নওগাঁর ৮ নং আমলী আদালতে সাবেক ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন এ মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানাজায় আত্রাই উপজেলার নৈদাঘী গ্রমে জৈনক মোঃ রাজু আহমেদের বাড়িতে সুদারু তপন মাস্টার ও পরিমল (হুক্কু) এক যুবতী নারীকে নিয়ে রাতে ফুরতি করারর সময় স্থানীয় জনাতা আপত্তিকর অবস্থায় আটক করে। ঘটনাটি সাবেক ইউপি সদস্যের বাড়ি নিকটবর্তী ২০০ গজের মধ্যে হওয়ায় খবর পেয়ে তিনি সেখানে উপস্থিত হয়ে
পরিস্থিতি বেগতিক দেখে থানা পুলিশকে খবর দিতে বলে ঘটনাস্থল ত্যাগ করে। পরেরদিন ইউপি সদস্যর বাড়িতে গিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে এক যুবক ঐ ঘটনার জন্য দোষারোপ করে তার নিকট এক লক্ষ চাঁদাদাবী করে। দাবী কৃত টাকা না দিলে তার বিরুদ্ধে ফেইজবুক ও অনলাইনে লিখে তার মান-সম্মান ধোলর সাথে মিশে দেওয়ার হুমকি দেয় পরবর্তীতে তার দাবি কিতো এক লক্ষ টাকা চাঁদা না পেয়ে সে নিবন্ধন বিহীন অনলাইন নিউজ পোটাল সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে জরিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার করে তার সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা করে। এতে সংক্ষদ্ধ হয়ে সাবেক ইউপি সদস্য ওই ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে নওগাঁ আদালতে বাদী হয়ে মামলা দায়ের করে।