নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী থানা পুলিশের মাদক অভিযানে জব্দকৃত অর্থ উল্লেখ না করে সংবাদ সম্মেলন করেন। সেখানে জব্দকৃত টাকা উল্লেখ না করায় ভুক্তভোগীর পরিবার ক্ষোভ প্রকাশ করছেন। গত ০২/০৭/২০২৩ ইং তারিখ সকাল নয়টায় সময় গোপন তথ্যের ভিত্তিতে, বদরগাছি থানার অফিসার ইনচার্জ ওসির নির্দেশনায়, বাদলগাছী থানা পুলিশের এসআই মেহেদী বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কয়াভবানী গ্রামের মো নজরুল ইসলামের ছেলে মো জিল্লুর রহমান (৪৩) বাড়ি তল্লাশী শুরুতেই রহস্যজনক কারণে ঘরের দরজা বন্ধ করে জানালা খোলা রেখে তল্লাশি শুরু করে এ সময় এলাকাবাসী অনেকেই জানালা দিয়ে দেখেন ঘরের মধ্যে থাকা চাউলের ড্রামের ভিতর থেকে ৫ কেজি এবং মাটির গর্ত থেকে ১৩ কেজি সহ মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় নগদ অর্থ বাসার আলমারির ডয়ারে থাকা ২ লক্ষ ৫৭ হাজার টাকা উদ্ধার করে, সেখান হতে ডয়ারে রেখে আসেন ১০০ টাকা নোটের ২ বান্ডিল, ২০ হাজার টাকা, বাকি ২ লক্ষ্য ৫৭ হাজার টাকা জব্দ করে নিয়ে আসেন।
জিল্লুর রহমানের স্ত্রী বলেন, আমার বাড়ি থেকে মাদক উদ্ধার এর সময় আলমারির ডয়ারে থাকা টাকা গুলো পুলিশ নেয় এবং একশো টাকার বান্ডিল ২ টা মোট বিশ হাজার টাকা রেখে মোবাইল দিয়ে ভিডিও করে আর আমাকে বলে বল টাকা নেয়নি পুলিশ টাকার কথা যদি আমি বলি আমাকে ও আমার ছেলেকে ধরে নিয়ে যাবে। এই বলে আমাকে ও আমার স্বামীকে ভয়ভীতি প্রদর্শন করে মোবাইলে পুলিশ ভিডিও ধারণ করে বক্তব্য নেয়৷ এস আই মেহেদী হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি টাকার কথা অস্বীকার করে বলেন, মাদক উদ্ধার এর পরে যে কোন মাদক ব্যবসায়ীর পরিবার পুলিশের নামে বদনাম ছড়ায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য। মাদক উদ্ধার এর সময় স্থানীয় মেম্বার ও সাংবাদিক উপস্থিত ছিলেন। বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, মাদক উদ্ধার এর বিষয়ে থানায় একটি সংবাদ সন্মেলন করা হয় সে সময় মহাদেবপুর অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল স্যার উপস্থিত ছিলেন। জব্দকৃত টাকা উল্লেখ না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাদক উদ্ধার এর পরে পুলিশের বিষয়ে মাদক বিক্রেতার পরিবার বিভিন্ন কথা বলে সব কথা সত্যি নয়। উল্লেখ্য: এ বিষয়ে বদলগাছী থানায় গত ৩ জুলাই সংবাদ সম্মেলন এর মাধ্যমে সাংবাদিকদের জব্দকৃত ২ লক্ষ ৩৭ হাজার টাকার কথা উল্লেখ না করে, ১৮ কেজি গাঁজাসহ আটক ১ জনকে করার বিষয়ে জানানো হয় এবং অভিযুক্ত বাক্তিকে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।