মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারী সংস্থা এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট (এডিডি) এর উদ্যোগে প্রতিবন্ধি শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরন করা হয়েছে।
বুধবার দুপুর ১২ টায়, উপজেলার তেতুলিয়া এলাকায় এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট (এডিডি) এর প্রধান কার্য্যালয়ে এই সহায়ক উপকরণ বিতরন করা হয়।
উপজেলার ৬২জন প্রতিবন্ধি শিশুদের মাঝে বিভিন্ন প্রকার সহায়ক উপকরণ বিতারন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট (এডিডি) এর সভাপতি পৌর মেয়র মাহমুদ আলম
লিটন।
স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট (এডিডি) এর নির্বাহী পরিচালক ডাঃ আহাদুজ্জামান চৌধুরী সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর সভার নির্বাহী প্রকৌশলী লুৎফুন হুদা চৌধুরী লিমন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান প্রমুখ ।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল: ০১৭৭০০৭০১১১