নাটোরে  ১২ ঘন্টার মধ্যে হত্যা মামলার আসামী লাভলু শেখ গ্রফতার।

মো: রাজিবুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টার:-
নাটোর সদর থানায় পাওনা টাকার জেরে কৃষক হত্যা মামলার  পলাতক আসামী  লাভলু শেখ (৪২) কে ১২ ঘন্টার মধ্য গ্রফতার র‍্যাব।
রোজ বুধবার (১২জুলাই২০২৩)ইং- সন্ধায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে নাটোর  সদর থানাধীন দস্তনাবাদ কুমাড়পাড়া গ্রাম থেকে হত্যা মামলার আসামী লাভলু শেখ কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ ।

জানা যায়  সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারশন দল কাম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মাঃ ফরহাদ হাসন ও উপ-অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার পরিচালনায়, নাটোর জেলার সদর থানাধীন দস্তনাবাদ কুমাড়পাড়া গ্রাম¯ এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
নাটোর জেলার সদর থানার মামলা নং-২৯, তারিখ ১২-৭-২০২৩ ইং-, ধারা- ৩০২/৩৪ পেনাল কোর্ড,জিআর নং- ৪৮০/২৩ (নাটার) এর হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী মাঃ লাভলু শখ (৪২), পিতা-মাঃ শুকচান, সাং-কাফুরিয়া (রিফুজিপাড়া), থানা-সদর, জলা- নাটার’কে গ্রফতার করা হয় ।
কাম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মাঃ ফরহাদ হাসন বলেন,অত্র মামলার বাদী মো: সমজান আলী (৪২) এর চাচা আবুল কালাম (৫৫) একজন কৃষক।
আবুল কালাম (৫৫) মানুষের জমিতে বর্গা ও লীজ নিয়ে কলা চাষাবাদ করত।
অনুমান প্রায় ৫/৬ মাস পূর্ব বাদীর চাচা মত আবুল কালাম (৫৫) তার চাষকৃত কলা অত্র মামলার এজাহার নামীয় ধত আসামী মাঃ লাভলু শেখ (৪২) এর ভাই মো: কামাল হাসন এর নিকট অনুমান ৭০/৮০ হাজার টাকায় বিক্রয় করেন, এবং আসামী কামাল হাসান কলা বিক্রয়র প্রায় ২০,০০০/- টাকা বাকী রাখেন।
বাদীর চাচা  আবুল কালাম (৫৫) আসামীর নিকট হত পাওনা টাকা চাইল আসামী কালক্ষপন করতে থাকে।
উক্ত পাওনা টাকা নিয়ে আবুল কালাম (৫৫) এর সাথে ধূত আসামী মাঃ লাভলু শেখ (৪২)সহ অন্যান্য এজাহার নামীয় আসামীদর ঝগড়া বিবাদর সৃষ্টি হয়।

ইং ১২/০৭/২০২৩ তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকায় নাটার জলার সদর থানাধীন কাফুরিয়া জোলারপাড়া গ্রামে   শাহিনের বিস্কুট  ফ্যাক্টরির সামনে পাঁকা রাস্তার উপর আসামী  কামাল হাসন এর দেখা হলে, বাদীর চাচা আবুল কালাম (৫৫) তার পাওনা টাকা চাওয়ার কারনে তাদের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়।
কথা কাটাকাটির একপর্যায়ে আসামীগণ  লাঠিশাটা, দেশীয় অস্ত্র দিয় ঘটনাস্থলে আবুল কালাম (৫৫)’ক হত্যার উদ্দশ্য এলাপাথরী মারপিট শুরু করে  আবুল কালাম (৫৫)  মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলে  মত্যুবরণ করন।

গ্রেপ্তারকৃত  হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী মাঃ লাভলু শখ (৪২) ক নাটোর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (সকাল ১১:০৯)
  • ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১