মোশারফ হোসেন ফারুক মৃধা:
ফরিদগঞ্জ পৌরসভায় নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি উদ্বোধন করা হয়েছে।
১৪ জুলাই(শুক্রবার)সকালে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে টিসিবি পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
ফরিদগঞ্জ পৌরসভায় মোট ২ হাজার ৮ শ পরিবারের মাঝে টিসিবির পন্য বিতরনের অংশ হিসেবে এই টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে সাধারন নিম্ন আয়ের মানুষের মাঝে এই পণ্য বিতরন করা হবে।
এই কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে এ পর্যায়ে ৩৪০ টাকার পন্য হিসেবে জনপ্রতি দুই লিটার সয়াবিন তৈল, ২ কেজি মুসরি ডাল প্রদান করা হয়।
এ সময়অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন গাজী, পৌরসভার কোষাধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বার্তা প্রেরক,
মোশারফ হোসেন ফারুক মৃধা
ফরিদগঞ্জ প্রতিনিধি।