রাউজান প্রতিনিধি:
ফুফাতো ভাইয়ের বিয়ের বাজার করতে বের হয়ে না ফেরার দেশে মামাতো-ফুফাতো ভাই। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে উরকিরচর বৈজ্জাখালী গেটের সামনে।নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পূব গোমদণ্ডী দলই বাড়ির মন্টু চৌধুরীর ছেলে জয় চৌধুরী (২৮) ও রাঙ্গুনিয়া উপজেলার বুড়ির দোকান এলাকার দোলন তালুকদারের ছেলে অন্তু তালুকদার (২৩)। তারা সম্পর্কে খালাতো ভাই। তবে তাদের মধ্যে জয় চৌধুরী কাপ্তাই ফায়ার সাভিসের কর্মী বলে জানা গেছে।নিহতদের আত্মীয় রাউজানের উরকিরচরের রুবেল বিশ্বাস বলেন, আমার ছোট ভাই জুয়েল চৌধুরীর বিয়ে উপলক্ষে মামাতো ভাই জয় ও খালাতো ভাই অন্তু আমাদের বাড়িতে আসেন বৃহস্পতিবার । দু’জন সন্ধ্যায় মোটরসাইকেলে করে বিয়ের অনুষ্ঠানের বাজার করার জন্য শহরে যাচ্ছিল।এ সময় কাপ্তাই সড়কের বৈজ্জাখালী এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বালুর ট্রাকের (চট্টমেট্রো- ট- ১১-৮১১০) সঙ্গে মোটর সাইকেলের (ঢাকা মেট্রো ল ২০-৮৮২১) ধাক্কা দিলে গুরুতর আহত তাঁর দু’জন আহতাবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক তাদের মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ টুটুন মজুমদার।