বিশেষ প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়ায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে শুক্রবার বাদ জুমা কচুয়া ঈদগাহ জামে মসজিদসহ প্রায় দু’শতাধিক মসজিদে পৃথকভাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া দলীয় পতাকা অর্ধনমিত রেখে দোয়া ও কোরআন পাঠ ও প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান হয়।
এসময় কচুয়ার সাবেক এমপি অধ্যাপক ডা. শহীদুল ইসলাম, কচুয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব এ্যাড. মাঈন উদ্দিন মাইনু, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র নেতা রুহুল আমিন চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সোলাইমান, পৌর জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, যুগ্ন আহবায়ক কবির হোসেন সেলিম, সদস্য সচিব জয়নাল আবেদীনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপডেট টাইম : রবিবার, জুলাই ১৬, ২০২৩, ১৫৭ বার পঠিত