মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম জাহাজে কর্মস্থল থেকে রহৎস্যজনক নিখোঁজ যুবক -সন্ধান চাই পরিবার। কর্মস্থল-T H N (টি.এইচ.এন) মাছ ধরার জাহাজ টলারে গত ৩মাসের বেতন বকেয়া হয়। পাওনা টাকার জেরে মালিক পক্ষের সঙ্গে বাগবিতণ্ডা বিরোধ পর থেকে আর কোন সন্ধান পাওয়া যায়-নি দীর্ঘ ৫মাস ধরে। কোন সন্ধান না পাওয়ায় পরিবারের দাবি মেরে ফেলা হয়েছে।
নিখোঁজ যুবক খুলনা,ডুমুরিয়া থানা,সিংড়া,উত্তর সিংড়া
নিবাসী মো: রিপন হোসাইন(৩৩) পিতা-মৃত মোঃ সাইদুর রহমান।
নিখোঁজ স্ত্রী মিনা বেগমের দাবি-তার স্বামী তার স্ত্রীর সন্তানকে রেখে যোগাযোগ বিচ্ছিন্ন আর কখনো থাকে নি। নিশ্চয়ই পাওনা টাকা না দিয়ে তাকে গুম করা বা আল্লাহ না করুক মেরে ফেলা হয়েছে না-কি-না! নানা দুশ্চিন্তা সন্দেহ কাজ করছে। আমার মন কোন কিছুতেই মানতে পারছি না যে,সে সুস্থ ভালো আছে? হয় এর পেছনে কোন রহৎস্য রয়েছে।
যার মাধ্যমে চাকরি পেয়েছে আমিনুর সেও কোন সহযোগিতা করছে না। পরে টাকা ছাড়াই বাড়িতে ফেরত আসার সিদ্ধান্ত হয়।এর পর থেকে শেষ কথা হওয়ার পর দিন থেকেই আর কোন যোগাযোগ পাওয়া যায়নি। মধ্যস্থ কারীর মাধ্যমে চাকরি পাওয়া ও সমাধান না পেয়ে অসহায় নীরুপায় হয়ে ঘুরছে দ্বারে দ্বারে।
কিন্তু পাওনা টাকা চেয়ে ঝগড়া হয়েছে বলার পর থেকে।আরো ৩মাস হয় তার কোন খোঁজ-খবর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রিপনের পরিবারের দাবি,তার স্বামী তার দুই সন্তান ও স্ত্রীকে রেখে দীর্ঘ সময় কখনো যোগাযোগ বিচ্ছিন্ন থাকে না। এখন তার আরেক নতুন নবজাতকের ভরণ-পোষণ চিকিৎসা এবং সব মিলিয়ে মরা আর বাঁচার সন্ধিক্ষণে আর্থিক অভাব অনটনে অসহায় নিরুপায় দিনযাপন করছে।
পরিবারের দাবি,পাওনা টাকা না দিয়ে তার স্বামীকে মাছ ধরার ট্রলার থেকে ফেলে দিয়ে অথবা রহৎস্যজনক কোন উপায়ে সত্য বাস্তব আসল ঘটনার তথ্য ধামাচাপা দেওয়া হচ্ছে। আমি মহিলা অসহায় মানুষ বারবার চেষ্টা করেও কোন খোঁজ খবর পাচ্ছিনা।
সব জায়গায় নিখোঁজ তথ্য জানানোর পরও এ পর্যন্ত কেউ কোন সাহায্য সহায়তা করেনি। তাকে খুঁজে পাওয়ার জন্য। যার দরুন সময় এ পরিস্থিতিতে বাস্তবতায় সন্দেহ অথবা নিশ্চয়ই কোন অঘটন বা মেরে ফেলা হয়েছে।
থানায় উক্ত বিষয়ে ডাইরি হলেও এ পর্যন্ত কোন প্রতিষ্ঠান কারো পক্ষে হতে বা কোন ব্যক্তি কোনরকম যোগাযোগ সাহায্য সহায়তা দিয়ে সান্তনা দিচ্ছে না। স্ত্রীর স্বামীর অনু সন্ধান প্রতীক্ষায় প্রতিটি ক্ষনমুহুর্ত যেন কোনভাবেই কাটছে না। স্বামীর কর্মস্থল হতে গুম উধাও জীবিত না-কি মৃত মানসিক তীব্র যন্ত্রণা শোকেশোকে আর্তনাদে সন্তানদের বাপের জন্য আহাজারি আর্তনাদ আকাশ বাতাস যেন ভারী করে তোলে।
আমিনুরের সাথে কথা বললে তিনি বলেন,আমার সাথেও তাঁর কোন যোগাযোগ নেই। তবে তো আমি কিভাবে তাকে খুঁজে দেওয়া বা সন্ধান দিতে পারি?।আমার সাথে তার গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তার সমস্ত টাকা-পয়সা লেনদেন কোন ঝামেলা নেই কোন সমস্যা নেই সেইমতে তার পরিবারে তার খবর না জানলে আমি কিভাবে খবর রাখব?
নিখোঁজের স্থায়ী ঠিকানা: মো: রিপন হোসাইন,(৩৩)পিতা-মৃত মোঃ সাইদুর রহমান মাতা-মোছাঃ সেলিনা বেগম গ্রাম-সিংড়া,উত্তর সিংড়া,পোস্ট- শোভনা-৯২৫০,
ডুমুরিয়া,খুলনা। যোগাযোগ-০১৮৪০-৭৭২ ১১০।