মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রামেশ্বরপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আয়া কে নিয়ে অনৈতিক সম্পর্কের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রধান শিক্ষক চন্দন কুমার রায়। শুক্রবার সকাল ১১টায় চৌধুরীর মোড় এলাকায় শিক্ষক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী রামেশ্বরপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার রায়।
লিখিতি বক্তব্যে তিনি বলেন, গত ১৭জুলাই বিদ্যালয়ে রোপণ করার জন্য ২৩টি চারাগাছ ক্রয় করে ভ্যান যোগে বিদ্যালয়ে পাঠাই। এরই মধ্যে মুঠোফোনে চতুর্থ শ্রেনীর কর্মচারী বাদল রায়কে বিদ্যালয়ে এসে গাছ গুলো রোপণ করতে বললে তার বাড়ি দূরে মর্মে সে অপারগতা প্রকাশ করে। অফিস সহায়ক মানব কুমার রায়কে বললে সেও তার শ্যালকের বিয়েতে আছে বলে জানায়। তারা দুজনেই পরের দিন গাছ লাগাতে আগ্রহ প্রকাশ করে। তাই আয়া রিতা রানী রায় ও নিরাপত্তা কর্মী ফেন্সি রায়কে গাছ গুলো বিদ্যালয়ে নামিয়ে নিতে বলি। বাজার খরচ করে কিছুটা সন্ধ্যা ঘনিয়ে এলে বিদ্যালয়ে প্রবেশ করে রিতা রানী রায়কে দেখতে পাই। তাকে গাছ গুলোতে পানি দিতে বললে অল্প পানি দিয়ে চলে যায়। পরে বকাঝকা করে আমি নিজেই পানি দিতে শুরু করি। কিছুক্ষণ পর রিতা রানী রায় ফেরত এসে আমাকে বলে স্থানীয় এক ছেলে তাকে আজে বাজে কথা বলছে। পরে আমরা প্রতিবাদ করলে সে ক্ষমা চেয়ে নেয়।
এরপর একটি কুচক্রি মহল এলাকার সহজ সরল মানুষকে ও কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২০জুলাই) উপজেলা পরিষদ চত্বরে তারা একটি মানববন্ধন করে ও বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে অভিযোগ দেয়। এতে আমার ও আমার প্রতিষ্ঠানের ভাবমুর্তি নষ্ট হওয়া সহ ব্যাপক সম্মানহানি ঘটেছে । আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কুচক্রি মহলের অপপ্রচারে সম্মানহানির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অপপ্রচারের শিকার আয়া (চতুর্থ শ্রেণির কর্মচারী) রিতা রানী রায়, সিএম নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আসাদুজ্জামান কনক, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুলহক, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, মনমোহোন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধিমান চন্দ্র সাহা, অভিভাবক সদস্য অনুতোষ কুমার রায়, মাহবুবুর রহমান, চঞ্চল রায়, হাবিবুর রহমান প্রমুখ।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
মোবাইল:০১৭৭০০৭০১১১