মোশারফ হোসেন ফারুক মৃধা:
মাছের উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে
ফরিদগঞ্জে প্রেরণা সামাজিক সংঘ’র উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২৬ জুলাই) উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ড ঘনিয়া গ্রামের পশ্চিম ঘনিয়া ব্রিজ সংলগ্ন উন্মুক্ত জলাশয়ে রুই, কাতল, সিলভার কার্প সহ দেশীয় প্রজাতির তিন শতাধিক মাছের পোনা অবমুক্ত করা হয়৷
মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, ফরিদগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মাহবুবুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য তুহিন বেপারী, আল আমিন৷ প্রেরণা সামাজিক সংঘ’র আহ্বায়ক ও লক্ষীপুর প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের প্রভাষক মাহবুবুর রহমান। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ইউসুফ গাজী, মানিক বেপারী, জসিম উদ্দিন সুমন, জাফর মির্জা, রাশেদ আলম, কাউসার বেপারি, তারেক মাহমুদ, সুজন পাটওয়ারীসহ উপজেলা মৎস অফিসের কর্মকর্তা সহ স্থানীয়রা। সাংগঠনিক সূত্রে জানা যায়, স্থানীয় যুব সমাজকে ভালো কাজের মাধ্যমে আলোর পথে রাখতে সংগঠনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবং মাছের প্রজনন বৃদ্ধি লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।