আবদুল কাদির জীবন, সিলেট মহানগর প্রতিনিধি : কবি, লেখক ও ব্যবসায়ী আয়েশা করিম মুন্নি বলেন, ‘সাহিত্য সংস্কৃতি চর্চায় তরুণ প্রজন্মকে আরো মনোযোগী হতে হবে। আমাদের নতুন প্রজন্ম সাহিত্য চর্চায় এগিয়ে আসছে এটা ইতিবাচক। যিনি কবি, যিনি লেখক তিনি কখনো অন্যায় করতে পারেন না, কেননা তাঁর মন হয় কোমল। সাহিত চর্চায় বয়সের কোনো ভেদাভেদ নেই, তেমন ধনী গরীব নেই, নেই শ্রেনীবিন্যাস। বাংলা সাহিত্যে প্রাচীন যুগ, মধ্য যুগ, আধুনিক যুগ আছে। বর্তমান কবি লেখক একসময় উত্তরাধুনিক যুগ হিসেবে পরিগণিত হবে।”
তিনি গতকাল শনিবার (২৯ জুলাই ২০২৩) সন্ধা ৭.৩০ ঘটিকার সময় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ পাঠাগারের কার্যালয়ে সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮২৬তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মোবাইল পাঠাগারের সহসাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলীর সভাপতিত্বে ও পাঠাগারের নির্বাহী সম্পাদক, প্রভাষক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কবি ছয়ফুল আলম পারুল, কবি লিপি আক্তার ।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ করেন, ছড়াকার কবির আশরাফ, কবি নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, গীতিকার সাজিদুর রহমা, কবি কামাল আহমদ, কবি চৌধুরী আশিক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন কবি রাকিব আলী । বিজ্ঞপ্তি।