হাইমচরে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন।

 

মোঃ হোসেন গাজী।।

সারাদেশে সরকারের ৫৬৪ টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চম ধাপে ৪০ টি জেলায় ৫০ টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। রবিবার (৩০ জুলাই) সকাল ১০ টায় টেলি কনফারেন্সের মাধ্যমে এই উদ্বোধন ঘোষণা করেন। এরই অংশ হিসেবে চাঁদপুরের হাইমচর মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে পুরুষ ও নারী মুসল্লিদের আলাদা নামাজ আদায়, কোরআন রিসার্স সেন্টার, ইসলামী পাঠাগার, ইসলামী গবেষণা কেন্দ্র, হেফজ খানা হজ্ব নিবন্ধন সহ ইসলামী ফাউন্ডেশন এর কার্যক্রম পরিচালিত হবে।

হাইমচর মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন শেষে বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদা আক্তার, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুর হোসেন পাটওয়ারী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল ফয়সালা, উপজেলা হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম বাশার, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী,মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম,জেলা পরিষদের সদস্য ও হাইমচর প্রেসক্লাবের সভাপতি খুরশিদ আলম, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, (তদন্ত) মিন্টু দত্ত, উপ সহকারী প্রকৌশলী ফিরোজ আলম, হাইমচর উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তা তাজুল ইসলাম মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাপক আবু তাহের মোঃ রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মফিজুর রহমান বাবুল মাষ্টার, সাধারণ সম্পাদক এম মান্নান, আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জিল্লুর রহমান ফারুকী, গন্ডামারা ফাজিল ডিগ্রি মাদ্রারাস অধ্যক্ষ আব্দুর রহমান হামিদী, চরভৈরবী ইউপি চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার, টিকাদার মোঃ নুরুল ইসলাম নান্টু মাতব্বর, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ আলী মাস্টার, সাধারণ সম্পাদক ইলিয়াস লিটন, গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী সহ মসজিদের ইমাম, শিক্ষক, শিক্ষার্থী, মুসল্লী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, গণমাধ্যম কর্মী এবং সুধীমহল ও নানা শ্রেণী পেশার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (ভোর ৫:৪৮)
  • ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০