শেরপুরের নকলায় ১৫ আগষ্ট পালন এবং ৫ আগষ্ট শেখ কামাল ও ৮ আগষ্ট বঙ্গমাতার জন্মবাষিকী উদযাপন নিয়ে প্রস্তুতিমূলক সভা

জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন এবং ৫ আগষ্ট  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম ও ৮ আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন  উপলক্ষে  প্রস্তুতিমূলক সভা হযেছে।

৩১ জুলাই সেমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়।
উপজেলা প্রশাসন সভার আয়েজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।
বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহসভাপতি ফেরদৌস রহমান জুয়েল ও অধ্যক্ষ আব্দুল খালেক, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ প্রমুখ।
সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (দুপুর ২:৪১)
  • ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০