ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং ,গাড়ি চালানোর কলাকৌশল শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করলেন আইজিপি

বিশেষ প্রতিবেদন:৩১জুলাই(ঢাকা)

ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল থেকে প্রকাশিত ‘গাড়ি চালানোর কলাকৌশল’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।
গতকাল রোববার (৩০ জুলাই) সকাল ১১টায় ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সের আইজিপি লাউঞ্জে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।

এরপর তিনি ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের অফিশিয়াল ওয়েবসাইট উদ্বোধন করেন।
ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের অফিশিয়াল ওয়েবসাইট উদ্বোধন করছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ড্রাইভিং শিখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বইটি।
বইটির সম্পাদক ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের ডিআইজি মো. নজরুল ইসলাম এনডিসি, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বিপিএম, অতিরিক্ত ডিআইজি মোসলেহ উদ্দিন আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদের ছবি ও তথ্য সূত্র বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৩:০৬)
  • ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০