আজ ৩১ জুলাই ২০২৩ তারিখ চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুর জনাব কামরুল হাসান। বিশেষ এই সম্মাননা অর্জনকালে টাস্কফোর্সের সদস্যসহ সকল অংশীজনদের ভূমিকা বিষয়ে তিঁনি আলোকপাত করেন এবং কৃতজ্ঞতা জানান। এসময় উপস্থিত টাস্কফোর্সের সদস্যগণ এই অর্জন ধরে রাখতে করণীয় সম্পর্কে আলোচনা করেন।
এছাড়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার, নৌ-পুলিশ, চাঁদপুর অঞ্চল, জনাব মো. কামরুজ্জামান,
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব এ.এস.এম. মোসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ ইয়াসির আরাফাত।
রাজনৈতিক অঙ্গন থেকে মূল্যবান মতামত প্রদান করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জনাব আবু নঈম পাটওয়ারী দুলাল এবং চাঁদপুর পৌরসভার মেয়র জনাব জিল্লুর রহমান জুয়েল।
সভায় ড. মো: আমিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট, জেলা মৎস্য কর্মকর্তা জনাব মো: গোলাম মেহেদী হাসান, উপপরিচালক এনএসআই জনাব শেখ আরমান আহমেদ, লে: মাশহাদ, স্টেশন কমান্ডার, কোস্ট গার্ড স্টেশন, চাঁদপুর, প্রেসক্লাবের সভাপতি জনাব এএইচএম আহসান উল্লাহ প্রমুখ তাদের মতামত প্রকাশ করেন।