শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে পানিতে ডুবে মোরসালিন (৭) ও আতিকুর রহমান আশিক (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামের কাল্টুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্য মোরসালিন ওই এলাকার মাজেদুল রহমানের পূত্র ও আতিকুর রহমান আশিক বাবুল হোসেনের পুত্র।
ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান সফিকুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বাড়ির পাশের পুকুরে নেমে গোসল করছিলো ওই দুই শিশু। এ সময় সবার অজান্তে পানিতে ডুবে যায় তারা। পরে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন ওই পুকুর থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।