আস্থার সংকট সমাধানে সংলাপ গুরুত্বপূর্ণ চাঁদপুরে বিআইএ-এর মতবিনিময় সভায় রাজনীতিক ও সিভিল সমাজের প্রতিনিধিরা

 

সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো বিকল্প নেই বলে মত প্রকাশ করেছেন রাজনীতিক ও সিভিল সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এর আয়োজন এবং ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট-এর সহযোগিতায় আজ ৩১ জুলাই ২০২৩ চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ‘নির্বাচন ও উন্নয়নশীল দেশের মর্যাদায় আসন্ন উত্তরণ, জনপ্রত্যাশা এবং অংশীজনদের দায়িত্ব শীর্ষক’ মতবিনিময় সভায় চাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তরা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। কিন্তু দেশে রাজনৈতিক বিভাজন প্রকট হয়ে পড়েছে। এ অবস্থায় চলমান রাজনৈতিক সংকট নিরসনকল্পে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন অত্যাবশ্যক হয়ে পড়েছে। আমাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আগামী নির্বাচন অতিক্রম করেই বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে উন্নীত করতে হবে। এছাড়া সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং উন্নয়নের বিকেন্দ্রীকরণের কোন বিকল্প নেই।
বিইআই-এর চাঁদপুর প্রতিনিধি মুহাম্মদ আল আমিন এর সার্বিক ব্যবস্থাপনায় প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অবঃ) এম. হুমায়ুন কবির-এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. শাহ্ আলম মিয়া, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, এ্যাড. বদরুল আলম চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর জেলা কমিটির সহ সভপতি মাহবুব আনোয়ার বাবলু, জেলা ব্এিনপি সাধারণ সম্পাদক এ্যাড. সলিম উল্লাহ্ সেলিম, জাতীয় পার্টি চাঁদপুরা জেলা কমিটির সহ সভাপতি জাকির হোসেন হিরু, সদর উপজেলা সেক্রেটারী মনিরুল ইসলা খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা কমিটির সভাপতি জয়নাল আবেদিন, ইয়াসিন রাশেদ সানী, মামুনুর রশীদ বেলাল, মাওলানা নুরুল আমিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) চাঁদপুর জেলা কমিটির আহŸায়ক শাহজাহান তালুকদার, দিপালী রাণী দাস, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি আহ্সান উল্ল্যাহ্, সাবেক সভাপতি কাজী শাহাদাত, সহ সভাপতি রহীম বাদশাহ্, সনাক সভাপতি ডা. পীযূষ কান্তি বড়–য়া, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, সাধারণ সম্পাদক উজ্জল হোসাইন, পুরান বাজার কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাবিবুর রহমান পাটওয়ারী, জেলা আইনজীবী সমিতি জেনারেল অডিটর ইয়াসিন আরাফাত, লেখক এএইচএম জাকির প্রমুখ।

বার্তা প্রেরক

পলাশ দাশ

০১৭২৬ ৩৩৪৪৫৩

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (বিকাল ৫:৫১)
  • ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০