চাঁদপুরে কিশোর গ্যাং এর তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে— পুলিশ সুপার সাইফুল ইসলাম

স্টাফ রিপোর্টার : কে কোন সংগঠনে কাজ করছে সেটা বিবেচ্য নয়, গণমাধ্যম কর্মী হিসেবে আমরা সবাইকে সহযোগীতা করবো। পুলিশ ব্যক্তির দায় নেবে না। ব্যক্তিগত কারো বিরুদ্ধে লিখিতভাবে জানাতে হবে। তদন্ত সাপেক্ষে তার ব্যবস্থা নিব। আপনারা যেসব সমস্যার কথা বলা হয়েছে, এটি সারাদেশের সমস্যা। অবস্থা ভেদেই অধিকতর নিরাপদ ও বাসযোগ্য চাঁদপুর গঠন করার লক্ষে কাজ করবেন। চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সাথে ১ আগস্ট বিকেল সাড়ে ৪টায় এক মতবিনিময় কালে চাঁদপুরে নবাগত জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এ কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, রাশেদুল ইসলাম চৌধুরী,
এস.পি মনিস দাস, ডিআই ওয়ান মনিরুল ইসলাম।
তিনি আরো বলেন, মাদক নিমুর্ল করার ক্ষেত্রে আমরা চাঁদপুরে জিরু টলারেন্স নিয়ে আসার চেষ্টা করবো। শহরের জানযট নিরসনে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করবো। সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গীবাদ এর বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। কিশোর গ্যাংদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে তালিকা করার জন্য।এ তালিকা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


জনগণের সেবা দেওয়ার জন্য আমার কার্যালয় সব সময় উন্মুক্ত থাকবে। সাংবাদিক ও পুলিশের কাজের উদ্দেশ্য একই। মানুষের সেবা করা। তবে কাজের ধরন আলাদা। আপনাদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই কাজ করা হবে।
তিনি আরো বলেন, প্রতিটি থানায় শিশু ও নারীর জন্য আলাদা ডেস্ক রয়েছে। সেখানে নারী পুলিশও কাজ করছে। কোন নিউজের ক্ষেত্রে আমার সাথে সরাসরি কথাও বলতে পারবেন। যতটুকু তথ্য দেয়া যায়, ঠিক ততটুকুই আমরা এই পেজে দিব। চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ক্লাবের নির্বাহী সদস্য ইকবাল হোসেন পাটওয়ারী, সহ সভাপতি মোঃ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক কে এম মাসুদ, রফিকুল ইসলাম বাবু, এনায়েত মজুমদার,
সাংস্কৃতিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, প্রচার সম্পাদক শ্যামল সরকার।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ২:১০)
  • ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১