এমপি ফারুক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে তানোরে সাংবাদিক সম্মেলন

 

তানোর প্রতিনিধি: রাজশাহী -১(তানোর-গোদাগাড়ী) আসনের এমপি সাবেক জেলা সভাপতি ও সম্পাদক এবং সাবেক শিল্পপ্রতি মন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে তথাকথিত মিথ্যা তথ্য বিভ্রাট মুলক খবর প্রকাশের প্রতিবাদে তানোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২আগস্ট)শেষ বিকেলের দিকে পৌর সদর গোল্লাপাড়া বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন। উপজেলা আ”লীগের সভাপতি মাইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার। লিখিত বক্তব্যে প্রদীপ সরকার বলেন, গত ৩০ জুলাই গোদাগাড়ী পৌরসভা আ”লীগ ও সহযোগী সংগঠনের সম্মেলনে হট্রগোলের সময় এমপি ফারুক চৌধুরী দৌড়ে পালিয়ে গিয়ে পৌরসভায় উঠেন, সেখান থেকে পুলিশের পাহারায় তাঁকে বের করা হয়। যা সম্পূর্ণ রুপে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। যা রুপ গল্পকেও হার মানিয়ে ফেলে। আর এই ঘটনাকে একটি চক্র সাজানো নাটকের মত সাজিয়েছেন। এর চেয়ে মিথ্যাচার আর কিছুই হতে পারে না। এমপির জনপ্রিয়তায় ঈষার্নিত হয়ে কেন্দ্র কে ভুলভাল বুঝানোর চেষ্টা যা কখনো সফল হবে না। কারন এমপি রাজনীতির মাঠে উড়ে এসে জুড়ে বসেনি। তিনি বিগত ২০০১ সাল থেকে অদ্যবদি তিনি দল ও বঙ্গবন্ধুর আদর্শ প্রতিটি ঘরে ঘরে পৌছে দিয়েছেন। তানোর গোদাগাড়ী বিএনপি জামাত অধ্যাষিত এলাকা। সেই এলাকাকে তচনছ করে দিয়ে দলকে নতুন রুপ দিয়েছেন। তিনি পালিয়ে যাওয়া নেতা না, তিনি কর্মীদের জন্য জীবন বাজি রেখে কাজ করেন যা দিনের আলোর মত পরিস্কার। এসব কিছুই না একটি মহল এমপির বিরুদ্ধে কিভাবে কেন্দ্রে বা দেশরত্নের কাছে অগ্রহন যোগ্য করতে চায়। গোদাগাড়ীতে পৌরসভার সম্মেলনে কমিটির নাম ঘোষণার পর নেতাকর্মী দের মাঝে কথা কাটাকাটি হয়। তার আগেই এমপি পৌরসভায় গিয়ে চা চক্র করেন। শুধু সেখানেই না তিনি যেখানেই সভা করেন সেখানে সভা থেকে উঠে চা চক্র করেন। তার বিরুদ্ধে নিজ দলের নৌকা বিরোধীরা আগেও যড়যন্ত্র করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। প্রদীপ সরকার আরো বলেন, এমপির বিরুদ্ধে এসব মিথ্যাচার করার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্নের কাছে রাজনীতি করবেন না বলে জানিয়েছিলেন, কিন্তু দেশরত্ন তাকে রাজনীতির মাঠে রেখেছেন। গোদাগাড়ী পৌরসভার ঘটনাটি তিল কে তাল বানানোর মত করে সাজিয়ে অন্যদলকে হাসির খোরাক বানিয়েছেন।
সাংবাদিক সম্মেলনের সভাপতি মাইনুল ইসলাম স্বপন তার বক্তব্যে বলেন, রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকতেই পারে। কিন্তু অন্যদলের লোকজন ঘটনাটিকে মিথ্যা হিসেবে দেখলেও নিজ দলের এক মহল বা নৌকা বিরোধীরা অপপ্রচার করেছেন। তাদেরকে বলতে চায় এমপির রাজনীতির বীজ অনেক শক্তিশালী। সুতরাং তাকে এসব করে রাজনীতির মাঠ থেকে সরানো যাবে না। আগামী নির্বাচনেও তিনিই নৌকা প্রতীক পাবেন। এটা বুঝতে পেরে এসব যড়যন্ত্র করছেন। তাদেরকে আহবান জানাব এমপির বিরুদ্ধে মিথ্যাচার করা মানে প্রধানমন্ত্রীর সাথে মিথ্যাচার করা। তাদের চক্রান্ত কখনো সফল হবে না। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, উপজেলা আ”লীগের যুগ্ন সম্পাদক প্রধান শিক্ষক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আ”লীগ নেতা আবুল বাসার সুজন, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি আব্দুল মতিন, মুন্ডুমালা পৌর আ”লীগের সাধারন সম্পাদক হোসেন মোহাম্মাদ মুন্টু, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি মজিবর রহমান, পৌর আ”লীগ নেতা প্রতাপ সরকার, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপির দক্ষিণ শাখার সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, উত্তর শাখার সভাপতি প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিক, সম্পাদক শ্রী নির্মল সরকার, কলমা ইউপি পূর্ব শাখার সভাপতি আব্দুর রহিম, পশ্চিমের সভাপতি মুনসুর রহমান, সম্পাদক আতাউর রহমান, তালন্দ ইউপি সভাপতি আব্দুল করিম,সম্পাদক আবুল হাসান, উপজেলা সেচ্ছাসেবক লীগ সম্পাদক রামিল হাসান সুইট, কলমা ইউপি সভাপতি তানভীর রেজা প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই গোদাগাড়ী পৌরসভা আ”লীগ ও সহযোগী সংগঠনের সম্মেলনে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে এমপি ফারুক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার বক্তব্য প্রকাশ করা হয়।

 

সারোয়ার হোসেন
০২আগস্ট/২০২৩ইং
০১৭৬০-৮৫৭৯৮৮

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (সকাল ৬:৫৩)
  • ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১