পল্টনে সমাবেশ করবে ইসলামী ছাত্র আন্দোলন

৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে সমাবেশের আয়োজন করেছে। বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং দেশীয় বোধ, বিশ্বাস ও সংস্কৃতির আলোকে জাতীয় শিক্ষাক্রম প্রণয়নের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

তবে সংগঠনটি শাহবাগ চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করার অনুমতি না পাওয়ায় স্থান পরিবর্তন করে পল্টনের বক্স কালভার্ট রোডে করার সিদ্ধান্ত নিয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নামে পরিচিত। সংগঠনটির পূর্বনাম ছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ১৯৯১ সালের ২৩ আগস্ট এটি প্রতিষ্ঠা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সন্ধ্যা ৬:৫৬)
  • ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১