মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে কপিল প্রসাদ (৬৪) ও আনছার আলী (৪৮)নামে দুই ব্যাক্তিকে সাপে কামড় দিয়েছে। তারা দুজনেই বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে,কর্তব্যরত চিকিৎসকগণ তাদের আবজাভেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন।
কপিল প্রসাদ (৬৪)পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের মৃত বিশ্বনাথ পালের ছেলে এবং আনছার আলী (৪৮) উপজেলার দৌলতপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে।
জানাগেছে,বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার দৌলতপুর গ্রামে ফসলি জমিতে ঘাস নিড়ানোর সময় আনছার আলী (৪৮)নামে ওই কৃষককে সাপে কামড় দেয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধিন রয়েছেন। এর আগে বুধবার রাত ৮টায় শহরের ননী গোপাল মোড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাশেই বাড়ী যাওয়ার পথে কপিল প্রসাদ কে সাপে কাটে। তাকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তিনিও বর্তমানে চিকিৎসাধিন রয়েছেন।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান,সাপে কাটা দুইজন রোগী ভর্তি রয়েছেন। তাদের ২৪ঘন্টা আবজাভেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এই সময় পার না হওয়া পর্যন্ত তারা আশংঙ্কা মুক্ত নয়। স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাক্সিন মজুদ রয়েছে,প্রয়োজনে তা প্রয়োগ করা হবে। তিনি বলেন,যদি কাউকে সাপ দংশন করে, তবে কোনো ওঝা দিয়ে ঝাড়ফুক করে সময় নষ্ট না করে দ্রুত ওই রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাতে হবে।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল: ০১৭৭০০৭০১১১