শাহাদাত হোসেন রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজান পৌর সিকদার পাড়া জামে মসজিদ সড়কের নির্মান কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন মেয়র জমির উদ্দিন পারভেজ।গতকাল তিনি এই সড়কের নির্মান কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে বলেন, আধুনিক-নান্দনিক পৌরসভা গড়ার লক্ষ্যে দায়িত্ব গ্রহণের পর থেকে অনুপযুক্ত হয়ে পড়া পৌরসভাকে রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর দিক-নির্দেশনায় ময়লা-আবর্জনামুক্ত পরিষ্কার- পরিচ্ছন্ন পৌরসভায় রূপান্তর করেছি। আরসিসি দ্বারা রাস্তার উন্নয়ন, প্রশস্তকরণ, নতুন রাস্তা আরসিসি দ্বারা ঢালাইয়ের পাশাপাশি সড়ক বাতি ব্যবস্থা করেছি।আমি মনে করি, জনসেবার জন্য চেয়ারের প্রয়োজন নেই, ইচ্ছেটাই আসল। ইচ্ছে থাকলে সর্বকিছু করা সম্ভব। এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌর মহিলা কাউন্সিলর জেবুন নেছা,পৌ যুবলীগের যুগ্ম সম্পাদক আবু সালেক, সালাহ উদ্দিন, প্রমথ দাশ,উজ্জল দাশ সহ অত্র সমাজের গন্য মান্য ব্যাক্তিবর্গ।