কিশোরগঞ্জ-৫ আসনে নৌকার মাঝি পরিবর্তনে মনোনয়ন প্রত্যাশী সুব্রত পালের গণসংযোগ

 

মোঃ খসরু মিয়া বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

টানা চতুর্থবারের মতো আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে কিশোরগঞ্জ -৫ (নিকলী- বাজিতপুর) আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিআইপি বাবু সুব্রত পাল।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সারাদিনব্যাপী নিকলী উপজেলার বিভিন্ন হাট বাজার ও এলাকায় সাধারণ মানুষের সাথে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন তিনি।

এসময় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীসহ শত শত সাধারণ মানুষ তার সাথে থেকে গণসংযোগে অংশ গ্রহণ করেন।

বাবু সুব্রত পাল এসময় বলেন, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট জনগোষ্ঠী ও স্মার্ট নৌকার মাঝি প্রয়োজন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন পাবেন বলে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো জানান, এ আসনে নৌকার মাঝি পরিবর্তন ও শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত করার জন্য নিরলসভাবে নৌকার পক্ষে কাজ করে যাচ্ছেন।

উপজেলার রসুলপুর বাজার থেকে শুরু করে নিকলী সদর বাজারে গিয়ে পথসভার মধ্য দিয়ে গণসংযোগ শেষ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (দুপুর ১২:২৮)
  • ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১