সংবাদ প্রকাশে সাংবাদিক অপু চৌধুরীকে লাঞ্ছিত ও নাজেহালের ঘটনায় চাঁদপুর টাওয়ারের মোবাইল ব্যবসায়ীবৃন্দের দুঃখ প্রকাশ

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর শহরস্থ চাঁদপুর টাওয়ারের চায়না মোবাইল বাজার এর মালিক মো: জসিম উদ্দিন পাটওয়ারী ও সংশ্লিষ্ট মোবাইল ব্যবসায়ী কর্তৃক দৈনিক বাংলাদেশের আলো চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর খবরের চীফ রিপোর্টার ও চাঁদপুর জেলা ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্য সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরীকে ২ আগষ্ট চাঁদপুর টাওয়ারে লাঞ্ছিত ও নাজেহালের ঘটনায় ক্ষমা প্রার্থী ও দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট মোবাইল ব্যবসায়ীরা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে চাঁদপুর মডেল থানার ওসি শেখ মুহসীন আলমের এর দিক নির্দেশনায় এবং চাঁদপুর টাওয়ারের সংশ্লিষ্ট মোবাইল ব্যবসায়ীগং এর অনুরোধে গত ৪ আগষ্ট চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের আহবানে পক্ষগনের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশ নেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর জেলা ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এমএ লতিফ,সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সহ সভাপতি এস এম সোহেল, যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, দৈনিক চাঁদপুর খবর চীপ রিপোর্টার সাংবাদিক সাইদ হোসেন অপু, জেলা ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ চায়না মোবাইল বাজার এর মালিক মো: জসিম উদ্দিন পাটওয়ারী, মোবাইল ব্যবসায়ী মো: শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট মোবাইল ব্যবসায়ীবৃন্দ।
বৈঠকে সাংবাদিক মোঃ সাইদ হোসেন অপু চৌধুরীকে লাঞ্ছিত ও নাজেহালের ঘটনায় লিখিতভাবে চায়না মোবাইল বাজার এর মালিক মো: জসিম উদ্দিন পাটওয়ারী ও সংশ্লিষ্ট মোবাইল ব্যবসায়ীবৃন্দ চাঁদপুর প্রেসক্লাব এবং চাঁদপুরের সাংবাদিক সমাজের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থী ও দুঃখ প্রকাশ করেন, সেই সাথে ভবিষতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার প্রদান করেন। এর ফলে গতকাল ৫ আগষ্ট দৈনিক চাঁদপুর খবর চীপ রিপোর্টার সাংবাদিক মো: সাইদ হোসেন অপু চৌধুরী মডেল থানায় তাদের দায়েরকৃত লিখিত অভিযোগ আপোষমূলে প্রত্যাহার করে নেন। ঘটনাটি সুন্দর ভাবে সমাধান করায় চাঁদপুর শহরস্থ চাঁদপুর টাওয়ারের সংশ্লিষ্ট মোবাইল ব্যবসায়ীবৃন্দ চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ।
এ ছাড়াও সুষ্ঠুভাবে ঘটনাটি সমাধান করায় চাঁদপুর মডেল থানার ওসি শেখ মুহসীন আলমও চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিক সমাজকে ধন্যবাদ জানান।
এদিকে ঘটনায় চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে চাঁদপুর জেলা পুলিশ ও চাঁদপুর মডেল থানা পুলিশকে সার্বিক সহযোগিতা করায় ধন্যবাদ জানানো হয়েছে। অপরদিকে দৈনিক চাঁদপুর খবর চীপ রিপোর্টার সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী এ ঘটনায় তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহন করায় চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও চাঁদপুর জেলা ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (ভোর ৫:০৬)
  • ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০