শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। গতকাল পানিবন্ধি পাঁচ শতাধিক মানুষকে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তিনি। এসময় মেয়র নৌকা চড়ে আবার কখনো কোমড় পানি দিয়ে পায়ে হেঁটে বন্যায় আটকে পড়া মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। জানা যায়, পৌরসভার ৭নং ওয়ার্ড, ৬নং ওয়ার্ড, ৫নং ওয়ার্ড, ৪নং ওয়ার্ড ও ৩নং ওয়ার্ডে সকাল থেকে বিরতীহীন ভাবে এ ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেছেন। পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, পাহাড়ি ঢলে ডাবুয়া খালের বাঁধ ভেঙে গিয়ে পৌর এলাকার কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়েছে। পানিতে ডুবে রয়েছে স্কুল, কলেজ, রাস্তাঘাট। তিনি জানান, পানি বন্ধি মানুষকে খাদ্য সমগ্রী বিতরণ শুরু করা হয়েছে। সব ধরণের দুর্যোগ মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। বন্যার পানি কমে গেলে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণের ব্যবস্থা করা হবে।