শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলা কারাগারে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন যুবলীগ নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।
আজ (৮ আগস্ট) মঙ্গলবার দুপরে লালমনিরহাট জেলা কারাগারের হাজতী হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক নাজমুল হক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।
তাৎক্ষণিক কারাগার কর্তৃপক্ষ অসুস্থ নাজমুল হককে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত্য ঘোষণা করেন।
লালমনিরহাট কারাগারের জেলার সফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাজতী নাজমুল হক অসুস্থ হলে চিকিৎসার জন্য দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হলে আনুমানিক ৩.২০ ঘটিকায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ধারনা করা হচ্ছে সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।