হাইমচরে গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারি আটক

 

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারি আটক।

৮ আগষ্ট রোজ মঙ্গলবার বিকালে সোনা মিয়া আখনের বাড়ির সামনে বট তলী থেকে গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানা অফিসার্স ইনচার্জ এর নির্দেশনা ক্রমে এস আই নাজমুস সাকিব ও এএসআই নাজমুল এবং শফিকুর রহমান এর যৌথ অভিযানে দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হন।

আটক কৃতরা হলেন,(১)সুমন আখন (৩৫) পিতাঃ মৃত মজিবুর রহমান আখন,
(২)জুম্মান আখন(২২)পিতাঃ মৃতঃ শাজাহান আখন সর্ব সাং কমলাপুর গ্রাম,৫নং ওয়ার্ড,উত্তর আলগী,হাইমচর,চাঁদপুর।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল,উত্তর আলগী ৫ নং ওয়ার্ডের বটতলা রোড থেকে দুজন মাদক কারবারিকে ২৭’পিচ ইয়াবা টেবলেট সহ আটক করা হয়।

এবিষয়ে হাইমচর থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে দুজন মাদক কারবারি বটতলী রাস্তাধরে যাচ্ছে,এমতাবস্থায় আমার থানার এসআই নাজমুস সাকিব এর নেতৃত্বে একটি টিম সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করে এবং তল্লাশি চালিয়ে সুমন ও জুম্মান এর কাছে ২৭’পিচ ইয়াবা টেবলেট পায়।

এসময় তাহাদের মাদক বহনকারী হিসেবে আটক করা হয়,আটক করে পুলিশ তাহাদের হাইমচর থানায় নিয়ে আসে।বর্তমানে তারা হাইমচর থানায় আটক রয়েছে।

এসআই নাজমুস সাকিব বলেন,আটক কৃতদের মামলা প্রস্তুতির কাজ চলমান রয়েছে আইনী কার্য শেষ হলে আসামিদের চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হবে।।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (সকাল ১০:১৪)
  • ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১