আগষ্ট মাসে জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে : এবার ঢলের পানিতে স্থায়ী জলাবদ্ধতা ও বন্যার আশংকা

চট্টগ্রাম ব্যুরো অফিস:০৮ আগষ্ট

চট্টগ্রাম জেলা মহানগর ও উপজেলা গুলোতে টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, দোহাজারী-চন্দনাইশ, সাতকানিয়া-লোহাগাড়া , চকরিয়া ও পেকুয়া, বাঁশখালী এবং খাগড়াছড়িতে তলিয়ে গেছে গ্রাম-লোকালয়। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মানুষ এখন পানিবন্দি। পার্বত্য জেলাগুলোতে গত তিন দিন ধরে দেখা দিয়েছে পাহাড়ধসের ভয়াবহ আশংকায় রয়েছে চট্রগ্রাম।
আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, শ্রাবণের শেষ সপ্তাহের এই বৃষ্টি ঝরতে পারে গোটা আগষ্ট ঝুড়ে ।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। আগস্ট মাস জুড়ে অব্যাহত থাকবে এই বৃষ্টিপাত। তবে ভারী বর্ষণ ক্ষান্ত দিতে পারে দুদিন পরেই।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ১০ আগস্ট পর্যন্ত দেশের আবহাওয়া এমনই থাকতে পারে। তবে কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দিন সারাদেশে বৃষ্টি থাকবে। ঢাকায়ও বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঢাকাসহ দেশের ১৮টি অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে দেশের চার বন্দ রে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সেই সঙ্গে রাতের তাপমাত্রা কমে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আগামী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা সামান্য হ্রাস পেতে পারে। আগামী পাঁচ দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

এদিকে গতকাল মংগলবার বিকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছু কম হলেও আজ ভোর থেকে আবারো অবিরাম বৃষ্টি হলে শহরের নিচু এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ৬:১৭)
  • ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০