আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ২য় ধাপের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

 

আজ ৯ আগস্ট ২০২৩ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা এম.পি. মহোদয় প্রধান অতিথি হিসেবে সারা বাংলাদেশে সর্বমোট ২২,১০১ টি ভূমিহীন- গৃহহীন পরিবারের কাছে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। এই কর্মযজ্ঞের অংশ হিসেবে আজ চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলায় ৭০ টি, কচুয়া উপজেলায় ৩৮টি, মতলব দক্ষিণ উপজেলায় ১৫ টি এবং হাজীগঞ্জ উপজেলায় ৩৫ টি অর্থাৎ সর্বমোট ১৫৮ টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তরের মাধ্যমে পুনর্বাসিত করা হয়েছে। উল্লেখ্য এর মাধ্যমে আজ সারাদেশে ১২ টি জেলা ও ১২৩ টি উপজেলা এবং চাঁদপুর জেলার কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষিত হয়েছে।

গণভবন থেকে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত এই শুভ উদ্বোধন কার্যক্রমে চাঁদপুর জেলা সম্পৃক্ত হতে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার চাঁদপুর জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল ইসলাম দেওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব সানজিদা শাহ্‌নাজ এবং উপস্থাপনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ হেদায়েত উল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানগণ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, প্রেসক্লাবের সভাপতি জনাব এএইচএম আহসান উল্লাহ এবং প্রকল্পের সম্মানিত উপকারভোগীগণ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (দুপুর ১:১৪)
  • ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১