স্টাফ রিপোর্টার।।
০৯/০৮/২০২৩খ্রিঃ তারিখ রাত ০২.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন হরিনা ফেরীঘাট সংলগ্ন জাহিদ হোটেল এন্ড রেস্টুরেন্ট নামীয় দোকানের সামনে থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার হেফাজত থেকে ৩,৮৭০ পিস নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট ০১ টি মোটরসাইকেল ও ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম আল আমিন শেখ (২৩) পিতা- বুলবুল শেখ, মাতা-কাবলী বেগম, সাং- ইলাইপুর, থানা-রূপসা, জেলা- খুলনা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে দীর্ঘ দিন যাবৎ চট্টগ্রাম হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে খুলনা জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। সে চট্টগ্রাম জেলার ভূজপুর থেকে ৩,৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট ক্রয় করে মোটরসাইকেল যোগে কুমিল্লা চাঁদপুর হয়ে হরিণা ফেরীঘাট পার হয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথেমধ্যে পুলিশের চেকপোস্ট দেখে পালানোর চেস্টা কালে পুলিশ ধাওয়া দিয়ে গ্রেফতার করে এবং দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের উভয় পকেট হতে নীল রংয়ের জিপার ব্যাগের ভিতর রক্ষিত সর্বমোট ৩,৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট, যার মূল্য অনুমান ১১,৬১,০০০/- টাকা, একটি রেজিঃ বিহীন TVS কোম্পানীর Apache 4V মডেলের ১৬০ সিসির পুরাতন মোটর সাইকেল, মূল্য অনুমান ২,০০,০০০/- টাকা এবং আসামীর ব্যবহৃত Samsung Galaxy A03s মডেলের পুরাতন মোবাইল উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আরো জানায় যে চট্টগ্রাম জেলার ভূজপুরের জনৈক ইব্রাহীম প্রকাশ ইবু এর নিকট হতে উক্ত ইয়াবা ক্রয় করে মোটর সাইকেল যোগে খুলনা জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে বিক্রয় করার পরিকল্পনা ছিল।
গ্রেফতারকৃত আল আমিন শেখ (২৩) ও সহযোগী ইব্রাহীম প্রকাশ ইবু(২৭) দ্বয়ের বিরেুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার মামলা নম্বার ৩৪ তারিখ ০৯/০৮/২০২৩খ্রিঃ ধারাঃ- ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬(১) সারণির ১০(খ)/৩৮/৪১, নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, মোঃ শেখ মুহসীন আলম, এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/মোঃ শাহরিন হোসেন ও এএসআই/তছলিম হোসেনের নেতৃত্বে সদর মডেল থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।