জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

 

অদ্য বৃহস্পতিবার চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে চাঁদপুর জেলার জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয়ে’কে চাঁদপুর জেলার জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

পুলিশ সুপার মহোদয় উপস্থিত জাতীয় সাংবাদিক সংস্থার এর নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন।

এসময়ে পুলিশ সুপার মহোদয় বলেন, চাঁদপুর জেলাকে “অধিকতর নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলাই জেলা পুলিশের ভিশন” সাংবাদিক ও পুলিশ একে অন্যের পরিপূরক। দেশের অগ্রগতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অপরাধ নিয়ন্ত্রন করা, মাদক উদ্ধার, সাইবার বুলিং, জঙ্গিবাদ প্রতিরোধ, কিশোর গ্যাং, ইভটিজিং, যানযট নিরসন ও সামাজিক জনসচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশিং সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর’সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ৯:৫০)
  • ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০