বাবা মোবাইল কিনে না দেওয়ায় বিষপানে ছেলের আত্মহত্যা

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে বাবা মোবাইল কিনে না দেওয়ায় মাইনুল হাসান (১৮) নামের এক যুবক বিষ পানে আত্মহত্যা করেছে।
শুক্রবার (১১ আগষ্ট) বিকেল ৪টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। মাইনুল হাসান ওই গ্রামের আফজাল হোসেনের একমাত্র ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের পর মাইনুল হাসান বাড়ীতে এসে তার বাবার কাছে একটি মোবাইল কেনার বায়না ধরে, তার বাবা দিতে না চাইলে ঘরের আসবাবপত্র ভাংগচুর করে। এক পর্যায়ে মাইনুল বাড়ীর গরু বিক্রি করে মোবাইল কিনতে চায়। সেই সময় তার বাবা আফজাল হোসেন বলেন, এই মাসে নয় আগামী মাসে মোবাইল নিয়ে দিবেন। এ কথা সুনে সে বাড়ী থেকে বের হয়ে যায়। তার বেশ কিছুক্ষণ পর পরিবারের লোকজন জানতে পারেন বাড়ীর পাশে পাট ক্ষেতে মাইনুল বিষ পান করে ছটপট করছে। এসময় তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডেকিল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
মোবাইল: ০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ২:০৬)
  • ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১