মোঃ হোসেন গাজী।।
হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ২০২৩ সনের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৩ আগস্ট রবিবার সকালে হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের বিদায় ও দোয়া অনুষ্ঠানে হাইমচর সরকারি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ(ভারপ্রাপ্ত), কামরুল ইসলাম এর সভাপতিত্বে ও
প্রভাষক মরিয়ম শাহারিয়া আক্তার এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন,
সাবেক অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক আঃ মান্নান পাটওয়ারী, মহাবিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান মুকুল, রবিউল ইসলাম, হেলাল উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেষে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।।