রাউজান প্রতিনিধি:
গাউসিয়া কমিটি বাংলাদেশ,রাউজান ফকির তকিয়া শাখার আওতাধীন রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন শাখার নবনির্বাচিত কার্যকরি পরিষদের অভিষেক ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বিকালে
রাউজান পৌরসভা ৯নং ওয়ার্ডস্থ চারাবটতল
খানকাহ-এ কাদেরিয়া তৈয়্যবীয়া তাহেরিয়া শরীফে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা জামাল উদ্দিন।অনুষ্ঠান উদ্বোধন করেন রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি রাউজান উত্তর শাখার সভাপতি চেয়ারম্যান বি, এম জসিম উদ্দিন হিরু।বক্তব্য রাখেন এডভোকেট শাহেদ উল্লাহ জনি, মাওলানা সাইফুল আলম নিজামী, মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকি, সাজ্জাদ হোসেন চৌধুরী, ইমতিয়াজ জামাল নকিব, মঈন উদ্দিন জামাল চিশতি প্রমুখ।অনুষ্টান শেষে খানকাহ শরীফে সামনে জায়গায় আম গাছের চারা রোপন করা হয়।