ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌরসভা কর্তৃক ব্যাটারি চালিত রিক্সা ভ্যান ও ইজি বাইকের লাইসেন্স ফি তিন গুণ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা শ্রমিক অধিকার রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজনে ছয় দফা দাবিতে রবিবার দুপুরে শহর চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
শ্রমিক অধিকার রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক মাহবুব আলম রুবেল এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব রনি, জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ফরিদ, রিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।
ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে মেয়র বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে