অদ্য সোমবার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম মহোদয়ের সভাপতিত্বে জাতীয় শোক দিবস ২০২৩ উদযাপন প্রস্তুতি এবং গুরুত্বপূর্ণ মামলা সংক্রান্ত আলোচনা সভা ভার্চুয়ালি ভিডিও কনফারেন্স মাধ্যমে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় ১৫ আগস্ট ২০২৩ জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্তে সকল থানার ইউনিট প্রধানদের সাথে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গুজব ছড়াতে না পারে, সেদিকে সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করেন। এবং সকল থানার গুরত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনাসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব রাশেদুল হক চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) জনাব মোঃ ইয়াসির আরাফাত, চাঁদপুর’সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।