১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেনি, হত্যা করেছিল সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নকে

 

রাউজান( চট্টগ্রাম) প্রতিনিধি ঃ
রাউজান প্রেসক্লাব আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের কাজ শুরু করেছিলেন সেসময় তাঁকে হত্যা করে বাংলাদেশকে বিপর্যযের মুখে ঠেলে দিয়েছিল ঘাতকেরা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধ। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশ্বের বুকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’ গতকাল সোমবার দুপুরে রাউজান পৌরসভার জলিল নগরস্থ রাউজান পৌর মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সাবেক সভাপতি প্রদীপ শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ¦ সৈয়দ হোসেন কোম্পানী, সমাজ সেবক নবীদুল আলম কোম্পানি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, রাউজান সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন। বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি এম রমজান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, দপ্তর সম্পাদক আমীর হামজা, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সদস্য রতন বড়ুয়া, আবিদ মাহামুদ। এসময় উপস্থিত ছিলেন আমিনুল হক কোম্পানী, জাবেদ কোম্পানী, মানিক কোম্পানী, যুবলীগ নেতা সাবের হোসেন, সবুজ দে ভানু, শ্রমিক নেতা জালাল উদ্দিন চুনচুন, কানু নাথ, ইখতিয়ার উদ্দিন মেম্বার, গন্যমাধ্যম কর্মী নাকিব সিদ্দিকী, জেলা ছাত্রলীগ নেতা মো. আরফাত, উপজেলা ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, তানভীর চৌধুরী, ইকবাল হোসেন, তারেক চৌধুরী, মোহাম্মদ তায়সন, অনন্ত প্রয়ল চাকমা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ১১:১৯)
  • ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০