জাতীয় শোক দিবস- ২০২৩ উপলক্ষে শোক র‍্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২৩ উপলক্ষে শোক র‍্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব ডাঃ দীপু মনি এম.পি মহোদয় ও বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক জনাব কামরুল হাসান।

মাননীয় পুলিশ সুপার মহোদয় জানান—
জাতীয় শোক দিবসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহিদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।
জাতির পিতার দুটি স্বপ্ন দেখতেন একটি বাংলাদেশের স্বাধীনতা ও অপরটি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ। এর একটি তিনি তার জীবদ্দশায় আমাদেরকে দিয়ে গেছেন। সোনার বাংলা বিনির্মাণের জন্য দেশ পুনর্গঠনের কাজ শুরু করেছিলেন সেটা সমাপ্ত করতে পারেন নাই। বঙ্গবন্ধুর এই অসমাপ্ত কাজ তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দূরএগিয়ে নিয়ে গেছেন, আমরা চাই বাকি কাজটুকু তার হাতেই শেষ হোক। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে নিরসলভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব রাশেদুল হক চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ ইয়াসির আরাফাত, চাঁদপুর’সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (সন্ধ্যা ৭:০৩)
  • ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০