মোশারফ হোসেন ফারুক মৃধা:
বাংলাদেশের স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী, শোক র্যালী আলোচনা সভা ও দোওয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি শোক র্যালী বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে সভাস্থলে এসে মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারে’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: হারুনুর রশিদ সাগর, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি রফিকুর আমিন কাজল, লোকমান তালুকদার, যুগ্মসম্পাদক আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, সাইফুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি মাহফুজুল হক।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী বক্তব্যে বলেন, তৎকালীন পাকিস্তানের দোসর ও স্বাধীনতা বিরুধী পেতাত্বারা ১৯৭৫ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে ও তার সহধর্মীনি ফজিলাতুন্নেছা মুজিব, ৮ বছরের শিশু রাসেল সহ তাদের পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আজকের এ জাতীয় শোক দিবসে সভাস্থল থেকে এ বর্বরচিত হত্যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি।
বক্তব্যে তিনি আরোও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। কিন্তু আমারা আওয়ামীলেিগর সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা এখনো এক ও ঐক্যবদ্ধ হতে পারিনি। আজকেও আমরা ভিন্ন ভিন্ন অনুষ্ঠান করেছি। এখনো সময় আছে সকল দিধাদ্বন্ধ ভুলে গিয়ে আগামী নির্বাচনে আওয়ামীলীগের বিজয় নিশ্চিতে সকলে একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করার আহব্বান জানান তিনি।
শোকসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মী গন।