শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
একুশে পদকপ্রাপ্ত, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-এর মহাসচিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া বুধবার রাত একটার দিকে ঢাকাস্থ ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। দুই কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। রাউজান উপজেলার আবুরখীল গ্রামের প্রায়ত কৈলাশ চন্দ্র বড়ুয়া ছেলে।তাঁর মৃত্যুতে রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল,পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব,ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার সোহেল, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাধারন সম্পাদক মোঃ হাবিুর রহমানসহ প্রেস ক্লারের নেতৃবন্দসহ রাউজানের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও দেশের বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দরা শোক প্রকাশ করেন।