সিরিজ বোমা হামলার প্রতিবাদে চাঁদপুর জেলা আওয়ামীলীগের প্রতিবাদ সভা

সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর:
বিএনপি-জামায়াত সরকারের মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে আওয়ামী লীগ কার্যালয়ে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সন্তোষ দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রশিদ সর্দার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, তথ্য ও গবেষনা সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, পৌর আওয়ামী লীগ নেতা মনজুরুল ইসলাম মঞ্জু মাঝি, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ওহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজ গাজী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাদল গাজী, পৌর যুবলীগ নেতা দাদন গাজী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মজুমদার প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রচ্ছন্ন মদদে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী দেশের আদতালত প্রাঙ্গনসহ সারা দেশে একযোগে ৬৩টি জেলার ৫শ স্পটে বোমা হামলা চালিয়েছিল। ওই ঘটনায় সারা দেশে ১৪৯টি মামলা দায়ের হয়েছিল। মামলায় এক হাজার জঙ্গি শনাক্ত করা হলে তার মধ্যে মাত্র ৩শ জঙ্গি বিচারের আওতায় এসেছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সন্ধ্যা ৬:৩৪)
  • ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১