নিজস্ব প্রতিবেদক::(২৮আগষ্ট)চট্রগ্রাম
নগরীর আগ্রাবাদ রঙ্গীপাড়ায় গতকাল রোববার বিকেলে কেএম হাশিম টাওয়ার এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া দেড় বছরের শিশুটির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।তাঁর নাম মোঃ ইয়াছিন আরাফাত।আজ সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, রোববার নালায় পড়ে নিখোঁজ শিশুটির মরদেহ তার ঘরের সামনের নালাতেই পাওয়া গেছে। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিকেল সাড়ে পাঁচটার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
শিশু ইয়াছিন আরাফাত একই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে ।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানিয়েছেন, রোববার বিকেলে ঐশিশু কেএম হাশেম টাওয়ার এলাকায় নালার ভেতর তলিয়ে যায়।
বিকেল সাড়ে পাঁচটার দিকে সংবাদ পেয়ে সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। রাত পর্যন্ত ঐ শিশুর সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা নর্দমার আবর্জনার ভেতরে আজ সোমবার সকালে ঘরের সামনের নালায় স্লেপ তুললেই শিশুটির লাশ পাওয়া যায়।