গাজী হানিফ, সোনাগাজী (ফেনী) :-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ১লা সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৫টায় সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন এর সভাপতিত্বে সওদাগর হাটে অনুষ্ঠিত হয়।
সোনাগাজী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ নিজাম উদ্দিন’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন পাটোয়ারী, ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বোরহান উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান।
এসময় জেলা সমবায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবর, পৌর মৎস্যজীবী দলের সভাপতি আবুল কালাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন, পৌর মৎস্য জীবি দলের সেক্রেটারি ইমাম হোসেন রুবেল, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সোনাগাজী সদর ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সাগর, চরছান্দিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন আবেদ সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন বলেন, ফেসবুকের গুজব ও বিদেশীরা কি করবে এগুলো বিশ্বাস করে ঘরে বসে থাকবেননা, আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী জালিম সরকারের পতনের না হওয়া পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হবে।